top of page

মমিনুল হক চৌধুরী 
স্কিল উন্নয়ন বৃত্তি/সুদমুক্ত শিক্ষালোন ( সমাপ্ত )

শুধুমাত্র আখাউড়া/কসবা এলাকার  ছাত্র ছাত্রী দের জন্য প্রযোজ্য 

(২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত, ৫ বছরের PILOT/পরীক্ষামূলক প্রোগ্রাম)​

২০২৩ সালের আবেদনের সময়সীমা ১ ফেব্রুয়ারী ১ থেকে জুন ১,  ২০২২ -  (৮  জনকে বৃত্তি প্রদান করা হয়েছে সর্বোচ্চ বৃত্তি/সুদমুক্ত লোন ৭৫,০০০  টাকা )
২০২২ সালের আবেদনের সময়সীমা ১ ফেব্রুয়ারী ১ থেকে জুন ১,  ২০২২ -  (১৪ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে সর্বোচ্চ বৃত্তি/সুদমুক্ত লোন ৫০,০০০ টাকা )

২০২১ সালের আবেদনের সময়সীমা ১ ফেব্রুয়ারী ১ থেকে জুন ১,  ২০২১  - (৩ জন কে বৃত্তি প্রদান করা হয়েছে, সর্বোচ্চ বৃত্তি ৫০,০০০ টাকা )
২০২০ সালের আবেদনের সময়সীমা ১ ফেব্রুয়ারী ১ থেকে জুন ১,  ২০২০  - (১৭ জন কে বৃত্তি প্রদান করা হয়েছে, সর্বোচ্চ বৃত্তি ৫০,০০০ টাকা  )
২০১৯ সালের আবেদনের সময়সীমা ১ ফেব্রুয়ারী ১ থেকে জুন ১, ২০১৯  - (৮ জন কে বৃত্তি প্রদান করা হয়েছে, সর্বোচ্চ বৃত্তি ২০০০০ টাকা )
এলাকার ১৫ ছাত্র/ছাত্রীকে স্থানীয় কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে 
TOTAL INVESTMENT : ১০ লক্ষ টাকা/৬৫ জন বাছাইকৃত ছাত্রছাত্রী   

আখাউড়া- কসবা এলাকার 
২০২৩  সালের বৃত্তি প্রাপ্ত দের  পরিসংখ্যান 

আখাউড়া কসবা এলাকার 
২০২২  সালের বৃত্তি প্রাপ্ত দের  পরিসংখ্যান 

আখাউড়া কসবা এলাকার এলাকায় 
২০২১-২০২২  
সালের বৃত্তি প্রাপ্ত দের  পরিসংখ্যান 
 

আখাউড়া কসবা এলাকার এলাকায় ২০২০-২০২১
সালের বৃত্তি প্রাপ্ত দের  পরিসংখ্যান 
আলহামদুলিল্লাহ , ২০২০ সালে এলাকায় একক ভাবে সর্বনিম্ম ২৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকার পর্যন্ত স্কিল বৃত্তি দেয়া হয়েছে যা আখাউড়া কসবা এই এলাকার জন্য রেকর্ড।.

মমিনুল হক চৌধুরী ফাউন্ডেশন বৃত্তি ২০২০-২০২১ সাল

আখাউড়া কসবা এলাকার এলাকায় ২০১৯-২০২০
সালের বৃত্তি প্রাপ্ত দের  পরিসংখ্যান 

২০২১-২০২২ সালের  কম্পিউটার শিক্ষা বৃত্তি  
(M.S Computer Training, Sales & Service Center)

Computer_20212022.png

২০১৯-২০২০ সালের  কম্পিউটার শিক্ষা বৃত্তি  
(M.S Computer Training, Sales & Service Center)

MHCF_Computer.png


উক্ত স্কলারশিপের উদ্যেশ্য কি?

  • নতুন স্কিল বা প্রশিক্ষনের/ট্রেইনিং এর মাধ্যমে আবেদন কারির চাকরী বা কর্মক্ষেত্রে উন্নয়ন বা স্ব-উন্নয়ন/ক্যারিয়ার তৈরীতে সহায়তা করা

  • আমরা আশা করি বৃত্তি/স্কলারশিপ প্রাপ্ত তরুন তরুনীরা ভবিস্যতে নিজেরা মনিয়ন্দ চৌধুরী বাড়ি এবং আশে পাশের এলাকায়  একই ধরনের কাজের পুনরাবৃত্তি করবে অথবা মমিনুল হক চৌধুরী ফাউন্ডেশনের কাজে সহায়তা করবে.

 

উক্ত স্কলারশিপে আবেদনের শর্তসমূহ কি কি?

(শর্তসমূহ, নিচের শর্তগুলি মেনে আবেদন করতে হবে)

 

  • বৃত্তি আবেদনের অভিভাবকের অনুমতি পত্র এবং আবেদন কারির বায়োডাটা আবেদনের সাথে আপলোড করতে হবে

  • মমিনুল হক চৌধুরী ফাউন্ডেশন এলাকায় ভবিস্যতের মানুষ তৈরীর বিনিয়োগ হিসাবে উক্ত বৃত্তি চালু করেছে,  বৃত্তি প্রাপ্তরা ভবিস্যতে নিজের সামর্থ অনুযায়ী মমিনুল হক চৌধুরী ফাউন্ডেশনের এই ধরনের কাজে অথবা স্হানীয় এলাকায় সমধরনের কাজের পুনরাবৃত্তি করার চেস্টা করবে শুধুমাত্র এরুপ মনোভাবাপন্ন আবেদন কারীরাই আবেদন করার বলা হচ্ছে.. যেহেতু আমাদের বাজেট সিমিত , যারা ভবিস্যতে অনুরুপ কাজে অংশগ্রহন বা পুনরাবৃত্তি করার অভিপ্রায় নেই , তাদের উক্ত বৃত্তি তে আবেদন না করার জন্য বলা হচ্ছে..

 

কোথায় , কিভাবে আবেদন করতে হবে?

 

অনলাইনে নিচের লিন্কে গিয়ে আবেদন করতে হবে, আবেদনের সাথে অবশ্যই, বায়োডাটা এবং অভিভাবকের অনুমতি পত্র , প্রার্থী সম্পর্কে স্থানীয় মুরুব্বী/শিক্ষক/ইমাম/জনপ্রতিনিধি কারো সুপারিশপত্র থাকলে  আপলোড করতে হবে,  খেলাধুলা, স্বেচ্ছাসেবা, এক্সট্রা কারিকুলার বা পড়াশোনার বাইরে বিভিন্ন ধরনের কর্মকান্ডে যুক্ত থাকলে সংক্ষিপ্ত  বর্ননা দিতে হবে

 

আবেদনে কারা প্রাধান্য পাবে?

 

আখাউড়া কসবা এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী ছাত্র ছাত্রী /বেকার তরুণ তরুণী ,  খেলাধুলা, স্বেচ্ছাসেবা, এক্সট্রা কারিকুলার বা পড়াশোনার বাইরে বিভিন্ন ধরনের কর্মকান্ডে যারা যুক্ত তারা আবেদন পর্যালোচনায় প্রাধান্য পাবে, আপনার বায়োডাটায় উক্ত তথ্যাবলি উল্লেখ করুন.

অন্যান্য:

  • কোনধরনের ব্যবসা শুরুর ছোট ধরনের পুজি, বা ব্যবসা সহায়তা পুজি , ছোট ব্যবসায়ের পুঁজির ক্ষেত্রে অংশীদারিত্ব অথবা লাভ শেয়ার এর বিনিময়ে অভিজ্ঞ তরুণ উদ্যেক্তাদের নতুন আইডিয়া অথবা নতুন কোনো ক্ষেত্রে বিনিয়োগ প্রস্তাবের বিপরীতে বিনিয়োগ করার অপশন খোলা আছে..

সকল তথ্য যাচাই করা হবে, আমরা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরণের কৈফিয়ত বা ব্যাখ্যা  প্রদান করতে বাধ্য নই। .

মমিনুল হক চৌধুরী ফাউন্ডেশনের ২০২৩  সালের বৃত্তি আবেদনকারীদের জন্য 

এই প্রোগ্রামটি আখাউড়া-কসবা এলাকার অপেক্ষাকৃত মেধাবী তরুণ তরুণীদের উন্নয়নে বিনিয়োগ , আমরা পূর্ববর্তী কাজ এবং এলাকায় ভবিষ্যতে কাজ করার সম্ভাব্যতা যাচাই করে প্রার্থী নির্বাচন করি, পারিবারিক বা আর্থিক দুর্বলতা  বিবেচনা করে  প্রার্থী নির্বাচন করা হয়না।.এই বৃত্তি সমূহ শুধুমাত্র সামাজিক কর্মকান্ড এবং প্রকৃত মেধা/যোগ্যতা  ভিত্তিক, বৃত্তি প্রদানের ক্ষেত্রে: কারো পারিবারিক আর্থিক সামর্থ বিচার বিবেচনা করা হয়না, শুধুমাত্র পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বৃত্তি দেয়া হয়না।.

  • স্কলারশিপের/লোনের কয়েকটি খাতের উদাহরন : 

  • ৩ থেকে ৬ মাসের স্বল্পমেয়াদি কম্পিউটার কোর্স ,ড্রাইভিং লাইসেন্স শিক্ষা ,বিদেশ যাওয়ার জন্য তৈরি হওয়ার জন্য TOEFL, IELTS, SPOKEN ENGLISH কোচিং বা পরীক্ষার রেজিস্ট্রেশনের খরচ ,যে কোন ধরনের কর্মমুখি শিক্ষা , পাসপোর্ট তৈরী ,বিদেশ যাওয়ার জন্য কোন বিশেষ ভাষা শিক্ষা কোর্স বা ট্রেইনিং ,খামার বা হাতে কলমে কাজের প্রশিক্ষণ, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কোচিং ফী, গৃহশিক্ষক এর সম্মানী অথবা পড়াশুনার কোচিং ফি, বিদেশযাত্রার টিকেট খরচ , অভিজ্ঞ তরুণ ব্যবসায়ীদের জন্যে স্বল্পপরিসরে  SEED FUNDING INVESTMENT.

বৃত্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা 

  1. পূর্ববর্তী শিক্ষাবৃত্তি, কম্পিউটার বৃত্তি অথবা ভ্রমণ বৃত্তিপ্রাপ্ত এবং তাদের পরিবারের কেউ আবেদন করিতে পারবে না

  2. লোন অথবা বৃত্তি যে কোনো একটিতে আবেদন করতে হবে   

  3. আবেদনকারী অথবা আবেদনকারীর পিতা/মাতার জাতীয় পরিচয়-পত্রে আখাউড়া কসবা এলাকায়  স্থায়ী  ঠিকানা থাকতে হবে

  4. আবেদনকারীর বয়স:  ফেব্রুয়ারি ১, ২০২৩ তারিখে  বয়স : ১৫ এর অধিক এবং  ২৮ এর নিচে হতে হবে 

  5. প্রার্থী বাছাই এর ক্ষেত্রে যোগ্যতার পাশাপাশি প্রার্থীদের এলাকার মুরুব্বিদের/জনপ্রতিনিধি/স্থানীয় সরকারি/বেসরকারি পদস্থ কর্মকর্তা/ অথবা শিক্ষক/ইমাম সাহেবদের লিখিত সুপারিশ পত্র  বিবেচনায় নেয়া হবে 

  6. অভিভাবকের অনুমতিপত্র , প্রার্থীর বায়োডাটা, প্রার্থী অথবা প্রার্থীর পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্র এবং স্থানীয় কোনো সুপারিশপত্র থাকলে তা সহ  সম্পূর্ণ অনলাইনে আবেদন ও আপলোড করতে হবে  

  7. সকল তথ্য যাচাই করা হবে 

  8. এলাকায় যে কোনো ধরণের স্বেচ্ছাসেবা অথবা এক্সট্রাকারিকুলার কাজে(খেলাধুলা অথবা অন্য যে কোনো কাজ) একাডেমিক পড়াশুনার বাইরের যে কোনো সামাজিক/সাংস্কৃতিক কাজে অভিজ্ঞ দের প্রাধান্য দেয়া হবে

  9. বৃত্তির ফলাফল ২০২৩ সালে আগস্ট মাসে অনলাইনে প্রকাশ করা হবে এবং  শুধুমাত্র সফল বৃত্তিপ্রাপ্তদের সাথে যোগাযোগ করা হবে

  10. মমিনুল হক চৌধুরী ফাউন্ডেশনের কর্মকান্ডের সাথে সরাসরি যুক্ত কেউ আবেদন করতে পারবে না..  

  11. প্রার্থীর বয়স বিবেচনা সাপেক্ষে ২ থেকে ৭ বছর পর্যন্ত মেয়াদ সুদবিহীন লোন দেয়া হবে 

  •  

  • কাদের জন্য প্রযোজ্য বা কারা আবেদন করতে পারবে : 

  •  আখাউড়া কসবা এলাকার দশম শ্রেণী/কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র/ছাত্রী, গত চার বছরের মধ্যে কলেজ বা বিশ্ববিদ্যালয় শেষ করা বর্তমানে ফুলটাইম চাকরী করছে না এমন ছাত্র/ছাত্রী, বর্তমানে বেকার তরুন/তরুনী

  • ইনশাল্লাহ ২০২৩ সালের আগস্ট মাসে শুধুমাত্র সফল বৃত্তিপ্রাপ্তদের সাথে যোগাযোগ করা হবে.

bottom of page