top of page

আখাউড়া - কসবা এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী
এস এস সি / এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য 
একাদশ শ্রেণীতে ভর্তি/কম্পিউটার প্রশিক্ষণ/শিক্ষা ভ্রমণ  বৃত্তি -২০২২ 

৫ টি বৃত্তি দেয়া হবে এবং , ভর্তি খরচের ১০০% সরাসরি নিজ নিজ পছন্দের প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হবে 

(আবেদনের তারিখ  অগাস্ট ১৬ , ২০২২ সাল  থেকে অক্টোবর ১৫, ২০২২ পর্যন্ত)

বৃত্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা 

  1. পূর্ববর্তী বৃত্তিপ্রাপ্তরা বা তাদের পরিবারের কেউ আবেদন করিতে পারবে না  

  2. এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী হতে হবে 

  3. মনিয়ন্দ ইউনিয়ন এলাকা , মোগড়া গ্রাম , গোপীনাথপুর গ্রাম এলাকার প্রার্থীদের প্রাধান্য দেয়া হবে 

  4. প্রার্থীদের এলাকার মুরুব্বিদের/জনপ্রতিনিধি অথবা শিক্ষক/ইমাম সাহেবদের লিখিত সুপারিশ পত্র  বিবেচনায় নেয়া হবে 

  5. অভিভাবকের অনুমতিপত্র , প্রার্থীর বায়োডাটা সহ অনলাইন এ আবেদন করতে হবে 

  6. সকল তথ্য যাচাই করা হবে 

  7. এলাকায় যে কোনো ধরণের স্বেচ্ছাসেবা অথবা এক্সট্রাকারিকুলার কাজে(খেলাধুলা অথবা অন্য যে কোনো কাজ) একাডেমিক পড়াশুনার বাইরের যে কোনো সামাজিক/সাংস্কৃতিক কাজে অভিজ্ঞ দের প্রাধান্য দেয়া হবে 

অনলাইন আবেদনের লিংক 

bottom of page