আখাউড়া - কসবা এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী
এস এস সি / এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য
একাদশ শ্রেণীতে ভর্তি/কম্পিউটার প্রশিক্ষণ/ভাষা অথবা যে কোনো বিষয়ে প্রশিক্ষণ বৃত্তি - ২০২৩
সর্বমোট ৫ টি বৃত্তি দেয়া হবে এবং , ভর্তি খরচের ১০০% সরাসরি নিজ নিজ পছন্দের প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হবে
(আবেদনের তারিখ এপ্রিল ১ থেকে জুলাই ১৫ , ২০২৩ তারিখ পর্যন্ত )
বৃত্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা
-
পূর্ববর্তী বৃত্তিপ্রাপ্তরা বা তাদের পরিবারের কেউ আবেদন করিতে পারবে না
-
এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী হতে হবে
-
মনিয়ন্দ ইউনিয়ন এলাকা , মোগড়া গ্রাম , গোপীনাথপুর গ্রাম এলাকার প্রার্থীদের প্রাধান্য দেয়া হবে
-
প্রার্থীদের এলাকার মুরুব্বিদের/জনপ্রতিনিধি অথবা শিক্ষক/ইমাম সাহেবদের লিখিত সুপারিশ পত্র বিবেচনায় নেয়া হবে
-
অভিভাবকের অনুমতিপত্র , প্রার্থীর বায়োডাটা সহ অনলাইন এ আবেদন করতে হবে
-
সকল তথ্য যাচাই করা হবে
-
এলাকায় যে কোনো ধরণের স্বেচ্ছাসেবা অথবা এক্সট্রাকারিকুলার কাজে(খেলাধুলা অথবা অন্য যে কোনো কাজ) একাডেমিক পড়াশুনার বাইরের যে কোনো সামাজিক/সাংস্কৃতিক কাজে অভিজ্ঞ দের প্রাধান্য দেয়া হবে
অনলাইন আবেদনের লিংক