নিয়মাবলি
সর্বমোট ১০০ পয়েন্ট, পয়েন্ট গননায় নিন্মলিখিত বিষয় গুলি প্রাধান্য পাবে (২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত).
যে কোন সহায়তার ক্ষে্ত্রে আখাউড়া বা কসবা বসবাসকারী স্হানীয়, অথবা বিগত তিন বছরে প্রতিবছর নুন্যতম তিনমাস আখাউড়া বা কসবা এলাকায় বসবাসকারীদের প্রাধান্য দেয়া হবে (১৫ পয়েন্ট)
পূর্ববর্তী বছরের সফল বৃত্তিপ্রাপ্তরা পরবর্তী বছরের জন্য বিবেচিত হইবে না তবে বিশেষ বিবেচনায় আবেদন করা যেতে পারে।.
সাবজেক্ট ম্যটার:
১। উকালতি শিক্ষা (৫০ পয়েন্ট) , ২। বিসিএস প্রস্তুতি (৫০ পয়েন্ট), ৩। মেডিক্যল (৪০ পয়েন্ট), ৪। আর্মি, পুলিশ, বা প্রশাসনের যে কোনো পরীক্ষা প্রস্তুুতি (৪০ পয়েন্ট), ৫। ইউনিভারসিটিতে কারিগরী, বা ব্যবসা প্রশাসন (৩০ পয়েন্ট)
অন্যান্য:
৬। ভলান্টিয়ার কাজ , জনসেবা সন্ক্রান্ত কাজ, অথবা ব্যতিক্রমি মানুষ: ৪০ পয়েন্ট
৭। সজীব চৌধুরী অথবা মমিনুল হক চৌধুরীর পরিবারের ডিসক্রেসন: ২০ পয়েন্ট
৮। ভিশনারী: ২০ পয়েন্ট
স্কলারশিপ বা সহায়তার সর্বোচ্চ পরিমান:
২০০০টাকা/মাস অথবা ১২০০০টাকা/৬মাস অথবা ২৪০০০ টাকা/১ বছর). কিভাবে দেয়া হবে তা পরিস্হিতি, প্রয়োজনের উপর নির্ভর করবে।
স্কলারশিপ, প্রতিবছর সারা বছর ধরে আবেদন করা যাবে। তবে, সাধারনত ফেব্রুয়ারি মাসে ঘোষনা করা হবে. জানুয়ারি মাসে আবেদন করলে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারন বাৎসরিক বাজেট জানুয়ারি মাসে পরিকল্পনা করা হবে
একজন আবেদন কারি, প্রতি বছর তিনবারের বেশি আবেদন করিতে পারিবেন না।
স্কলারশিপ বা সহায়তা দেয়ার সম্পুর্ন সিদ্বান্ত এখতিয়ার মমিনুল হক চৌধুরীর পরিবারের নিযুক্ত ব্যাক্তির নিকট থাকিবে. কোন কারন ছাড়াই যে কোনো সময় স্কলারশিপ বা সহায়তা বাতিল করিবার এখতিয়ার মমিনুল হক চৌধুরীর পরিবারের নিযুক্ত ব্যাক্তির নিকট থাকিবে।
স্কলারশিপ বা সহয়তা পাওয়ার পর, প্রতি তিন মাস বা মমিনুল হক চৌধুরীর পরিবারের নিযুক্ত ব্যাক্তির নিকট লেখাপড়া বা যে কারনে স্কলারশিপ বা সহয়তা দেয়া হয়েছে উহার আপডেট বা মার্কশিট বা যাচাই যোগ্য তথ্য দিতে বাধ্য থাকিবে, অন্যথায় স্কলারশিপ বা সহায়তা বাতিল করা হবে..
সাধারন শিক্ষা, মাদ্রাসা শিক্ষা সহায়তা
সর্বমোট ১০০ পয়েন্ট, পয়েন্ট গননায় নিন্মলিখিত বিষয় গুলি প্রাধান্য পাবে (২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত).
১। পন্চম শ্রেনী থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত
২। সর্বোচ্চ পরিমান: মাসে ১০০০ টাকা অথবা তিন মাসে ৩০০০ টাকা অথবা ৬ মাসে ৬০০০ টাকা অথবা এক বছরে ১২ হাজার টাকা
৩। পয়েন্ট:
ভলন্টিয়ারিং ৫০ পয়েন্ট
ক্লাসে প্রথম থেকে দশম স্হানের মধ্যে ৩০ পয়েন্ট
ভিশনারি ২০ পয়েন্ট
ডিসক্রেশন ২০ পয়েন্ট
ভলান্টিয়ারিং বা স্বেচ্ছাসেবার উদাহরন
নিন্মবিত্তদের জন্য সামাজিক, আর্থিক , চিকিৎসা কাজে আনা নেয়া, সহায়তা, বাড়ি-ঘর, রাস্তা ঘাট, সামাজিক অনুস্ঠানে সহায়তা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যব হার করে উপরোক্ত কাজে সহায়তা করা, অথবা যে সকল কাজে অন্যের উপকার হয়, কোনরুপ অার্থিক লাভ ব্যাতিত সহায়তা